বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জালেমদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহ জেলার ৩৪ জন শহীদের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬২ জন শহীদ হয়েছেন। তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর। যারা জালেম সরকারকে বিতাড়িত করতে শহীদ হয়েছেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, ইসলাম ও জুলুম এক সঙ্গে চলতে পারে না। জুলুম থাকলে ইসলাম থাকবে না, আর যদি ইসলাম থাকে তবে জুলুম থাকবে না। সকল জুলুম ও অন্যায় বন্ধ করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তবেই সব মানুষ নিরাপদ ও সুখ শান্তিতে বসবাস করতে পারবে।
মতবিনিময় সভায় জামায়াতের ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে ও মহানগর আমীর কামরুল আহসান এমরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
শহীদ পরিবারের পক্ষে ঈশ্বরগঞ্জের আব্দুল মজিদ ও নিহত সাগরের পিতা আসাদুজ্জামান জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।