স্পোর্টস নিউজ ডেস্ক: মঙ্গলবার গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াদ। জবাবে ম্যাক্সওয়েলের ঝোড়ো সেঞ্চুরি ও শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভারতের দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৮ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাক্সওয়েল থাকলে কিছুই যে অসম্ভব না! বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ইনিংসের পর নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন এই অজি অলরাউন্ডার। বিশ্বকাপের সেই ম্যাচে আফগানদের বিপক্ষে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের পর ম্যাক্সওয়েল আজ ৪৮ বলে খেললেন ১০৪ রানের আরেক ঝোড়ো ইনিংস। সমান ৮টি করে চার-ছক্কায় ১০৪ রানের ইনিংসটি সাজান এই অজি তারকা।
ম্যাচ জিততে শেষ ২ ওভারে ৪৩ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। শিশির ভেজা মাঠে ১৯তম ওভার করতে এসে ম্যাথু ওয়েডের সামনে পড়েন আকসার প্যাটেল। প্রথম ৪ বলে দেন ১৭ রান। এর পরের দুই বলেও বাই ও সিঙ্গেল থেকে আসে আরও ৫ রান।
শেষ ওভারে ২১ রান আটকানোর ভার পড়ে প্রসিদ কৃষ্ণের ওপর। প্রসিদের প্রথম বলে চারের পর দ্বিতীয় বল থেকে আসে এক রান। এরপর স্ট্রাইক নেন ম্যাক্সওয়েল। পরের ৪ বলে প্রথমটিতে হাঁকিয়েছেন ছয়, পরের ৩টিতে টানা ৩ বাউন্ডারি। অর্থাৎ শেষ ৪ বলেই আদায় করে নিয়েছেন ১৮ রান। আর তাতে সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি নিশ্চিত করেছেন দলের জয়ও। ম্যাথু ওয়েড অপরাজিত থাকেন ১৬ বলে ২৮ রান করে। এ ছাড়া ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৩৫ রান।