স্পোর্টস নিউজ: বাংলাদেশের ফুটবল অঙ্গনে সুদিনের অপেক্ষায় সমর্থকরা। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে চলে গেছে লাল-সবুজের দল। দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ড্র করেছিল। এরপরেই বিশ্বকাপ বাছাই পর্বের প্রাথমিক রাউন্ডের ম্যাচ খেলছিল তারা মালদ্বিপের বিপক্ষে। প্রথম লেগের ম্যাচে ড্র করলেও পরের ম্যাচেই জামাল ভুঁইয়ারা দক্ষিণ এশিয়ার এ দেশটিকে হারিয়ে দিয়েছিল ২-১ গোলের ব্যবধানে।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে। আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ তাদের। ২১ নভেম্বর ঢাকায় প্রথম হোম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের।