স্পোর্টস নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নির্বিচারে মরছে মানুষ। রেহাই পাচ্ছে না শিশুরাও। সারা বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকারা নানাভাবে বর্বর এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন। চুপ থাকতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরফান বলেন, ‘প্রতিদিন গাজায় দশ বছরেরও কম বয়সী শিশুদের হত্যা করা হচ্ছে। তবুও গোটা বিশ্ব চুপ। ক্রীড়াবিদ হিসিবে আমি এই বিষয়টি নিয়ে শুধুই কথা বলতে পারি। তবে সময় এসে গেছে, বিষয়টি নিয়ে বিশ্বনেতাদের একজোট হতে হবে এবং নির্দয়ভাবে এই হত্যা বন্ধ করতে হবে।’
এর আগে, গাজার চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন বিশ্বকাপে খেলা পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সেটি উৎসর্গ করেছিলেন গাজার নিরীহ ‘ভাই-বোনদের’। টুইটারে লিখেছিলেন, ‘এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লা শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।’ অবশ্য এই টুইট দিয়ে তোপের মুখেও পড়তে হয়েছে রিজওয়ানকে।
উল্লেখ্য, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে ২০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বহু পরিবার স্বজনহারা হয়েছেন। কোনো কোনো পরিবারের তো কেউই বেঁচে নেই!