1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারালো প্রোটিয়ারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

স্পোর্ট নিউজ ডেস্ক: ওয়াংখেড়েতে টস জিতে বোলিং নেওয়ার জন্য আফসোস করতে পারে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্যাটিং উইকেটে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা যে বুমেরাং হয়েছে ইংরেজদের জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবালো প্রোটিয়ারা। ৪ ম্যাচে এটি দক্ষিণ আফ্রিকার তৃতীয় জয়, অন্যদিকে সমান ম্যাচে তৃতীয় হার ইংলিশদের।

প্রথমে ব্যাটিংয়ে নেমে হেনরিখ ক্লাসেন ঝড়ো সেঞ্চুরি এবং রেজা হেনড্রিক্স, রাশি ভ্যান ডার ডুসেন ও মার্কো জানসেনের পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানেই আটকে যায় ইংল্যান্ডের ইনিংস। এতে ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রস টপলিকে খোঁচা দিতে গিয়ে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে বিদায় নেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। এরপর দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন রিশি ভ্যান দার ডুসেন ও নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার বদলে সুযোগ পাওয়া রেজা হেনরিক্স।

কিন্তু ফিফটি হাঁকিয়ে ইনিংস বড় করতে পারেননি ডুসেন। ২০তম ওভারের চতুর্থ বলে ইংলিশ লেগস্পিনার আদিল রশিদের বলে আউট হয়ে যান তিনি। বিদায়ের আগে ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করেন ডানহাতি এই ব্যাটার। ওপেনার রেজা হেনরিক্স সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও সেই রশিদের ঘূর্নিতে পরাস্ত হন। বিদায়ের আগে ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কায় তার অবদান ৮৫ রান।

অধিনায়ক এইডেন মার্করামও চারে নেমে থিতু হয়ে ফিফটির পথে হাঁটছিলেন। তবে মাইলফলক ছোঁয়ার আগেই ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে ফিরেছেন তিনি। টপ অর্ডার ব্যাটাররা রান পাওয়ায় মিডল অর্ডার ব্যাটাররা স্ট্রাইকরেটে মনযোগী হন। সেই পথে হেঁটে সফল হয়েছেন ক্লাসেন ও মার্কো জানসেন। প্রথম ৪০ বলে ফিফটি করা ক্লাসেন পরের ৫০ রান করতে তিনি খরচ করেছেন মাত্র ২১ বল। সবমিলিয়ে ৬১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

শেষ পর্যন্ত বিদায়ের আগে ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন। তবে ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় অপরাজিত ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন জানসেন। এতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে রিস টপলি ৩ উইকেট শিকার করেন। এছাড়া গিস আটকিনসন ও লেগ স্পিনার আদিল রশিদ প্রত্যেকে পান ২টি করে উইকেট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD