1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে আসল ১-১ সমতা আনল ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

ব্যাট হাতে ভালো শুরু পেলেন স্বীকৃত ব্যাটারদের প্রত্যেকেই, কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারলেন কেবল একজন। সম্ভাবনা জাগিয়েও তাই ভারতে রান তাড়ার রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের। বোলারদের মিলিত প্রচেষ্টায় ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা আনল ভারত।

সিরিজের দ্বিতীয় টেস্টে সোমবার বিশাখাপত্নমে ১০৬ রানে জিতেছে রোহিত শর্মার দল। ৩৯৯ রানের লক্ষ্যে ২৯২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।

ভারতে সফরকারী দল হিসেবে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৭ সালে দিল্লিতে ড্র হওয়া ম্যাচে ৫ উইকেটে ২৯৯ রান করেছিল শ্রীলঙ্কা।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে আসল ১-১ সমতা। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে জিতেছিল ইংল্যান্ড।

শেষ বাধা হিসেবে থাকা টম হার্টলিকে বোল্ড করে জয়ের উল্লাসের উপলক্ষ্য এনে দেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া এই পেসার এবার নিয়েছেন ৪৬ রানে ৩ উইকেট। ৭২ রানে ৩ উইকেট নেন আশ্বিন। তবে প্রথম ইনিংসে ২০৯ রানের ইনিংস খেলা যশস্বী জসওয়াল ম্যাচের নায়ক।

১ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে প্রত্যেকেই ভালো শুরু পায়। থিতু হয়ে আউট হন সবাই। নাইটওয়াচ ম্যাচ রেহান আহমেদ এলবিডব্লিউয়ের শিকার হন অক্ষর প্যাটেলের বলে। সেই শুরু। নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি।

ইংল্যান্ডের আশা জিইয়ে রেখেছিলেন ক্রলি। পঞ্চম ব্যাটার হিসেবে দলীয় ১৯৪ রানে আউট হন এই ওপেনার। ১৩২ বলে ৭৩ রান করেন তিনি। এর আগে অলি পোপ (২৩), জো রুট (১৬), আউট হন থিতু হয়ে।

ক্রলি ফেরার পরের ওভারেই ফেরেন জনি বেয়ারস্টোও (২৬)। ২২০ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন বেন স্টোকস। অধিনায়ক উইকেট দিয়ে আসেন রান আউট হয়ে।

এরপর বেন ফোকস ও হার্টলি অপেক্ষা বাড়ান ভারতের। অষ্টম উইকেটে দুজন গড়েন ৫৫ রানের জুটি। সব বাধা গুড়িয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বোলাররা।

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩৯৬ ও ২৫৫

ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (লক্ষ্য ৩৯৯) (ক্রলি ৭৩, ডাকেট ২৮, রেহান ২৩, পোপ ২৩, রুট ১৬, বেয়ারস্টো ২৬, স্টোকস ১১, ফোকস ৩০, হার্টলি ৩৬, বশির ০, অ্যান্ডারসন ৫*; অতিরিক্ত ১৫; বুমরাহ ১৭.২-৪-৪৬-৩, মুকেশ ৫-১-২৬-২৬, কুলদিপ ১৫-০-৬-১, আশ্বিন ১৮-২-৭২-৩, অক্ষর ১৪-১-৭৫-১)।

ফল: ভারত ১০৬ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: যশস্বী জসওয়াল।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২ ম্যাচ শেষে ১-১ সমতায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD