1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

তৃতীয় টেস্টে ৩১৩ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার পঠিত

পাকিস্তানের এবারের অস্ট্রেলিয়া সফরে আলোচনায় এসেছিলেন আগেই। সেটি পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর। আর গতকাল ব্যাটকে দলের বিপদে পাল্টা লড়াইয়ের ‘তলোয়ার’ হিসেবে ব্যবহার করে বুঝিয়ে দিলেন, থাকতেই এসেছেন আমের জামাল। প্যাট কামিন্সকে যেখানে সামলানোর যখন কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না পাকিস্তান, সেখানে মোহাম্মদ রিজওয়ানের পর শেষ দিকে জামালের প্রতিরোধে তিনশো ছাড়িয়েছে তাদের পুঁজি। সিডনিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে ৩১৩ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। জবাবে ৬ রান তুলে দিন শেষ করেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা।

যদিও পাকিস্তানিদের বড় পুঁজি গড়তে না দিয়ে এবারও অস্ট্রেলিয়ার নায়ক কামিন্স। অজি কাপ্তান ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রান এসেছে রিজওয়ানের ব্যাটে। নয়ে নামা আমের ৯৭ বলে করেছেন ৮২ রান। ২২৭ রানে ৯ উইকেট হারানোর পরও মূলত আমিরের ঝলকে তিনশো পার হয় সফরকারীদের ইনিংস। শেষ উইকেটে মির হামজাকে নিয়ে তিনি যোগ করেন ৮৬ রান। ১৩৩ বলের জুটিতে হামজার অবদান ¯্রফে ৭। তবে ৪৩ বল সামলে তিনি জুটি গড়ে উঠতে করেছেন সহায়তা। এই জুটিতে ৭৯ করা জামাল ৯ চার, ৪ ছক্কায় ন্যাথান লায়নের শিকার হন ৮২ রান করে।

সিডনির উইকেটে টস জিতে আগে ব্যাটিং বেছে চরম বিপদে পড়ে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই আব্দুল্লাহ শফিককে আউট করেন স্টার্ক। দ্বিতীয় ওভারে অভিষিক্ত সাইম আইয়ুবকে তুলে নেন হ্যাজেলউড। খানিকক্ষণ প্রতিরোধ গড়ে থিতু হলে বাবর আজম আবার ব্যর্থ। পাকিস্তানের সেরা ব্যাটারকে এলবিডব্লিউ করে উইকেট নেওয়া শুরু কামিন্সের। ৪০ বলে ২৬ করে বাবর থামতে খানিক পর সাউদ শাকিলকেও ফেরান কামিন্স। অধিনায়ক শান টিকেছিলেন। তাকে বেশিদূর আগাতে দেননি মিচেল মার্শ। ৪৭ রানে ৪ উইকেট হারানোর পর ৯৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তানিরা।

এরপর শুরু হয় রিজওয়ানের লড়াই। আগা সালমানকে নিয়ে আনেন ৯৪ রান। চা-বিরতির খানিক আগে ৮৮ করে ফাইন লেগে ক্যাচ দিয়ে রিজওয়ানের বিদায় অল্প রানে গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। ফিফটি করা সালমানকে তুলে নেন স্টার্ক, কামিন্স সাজিদ খান- হাসান আলিদের উপড়ে আড়াইশোর আগে ইনিংস থামানোর সম্ভাবনা প্রবল করেন। এরপরই আসে জামালের সেই বীরত্ব। তাতে মহামূল্যবান ৮৬ রান যোগ করে লড়াইয়ে টিকে রইল সফরকারীরা। টেস্টে পাকিস্তানের হয়ে শেষ উইকেটে এর চেয়ে বড় জুটি আছে মাত্র ছয়টি। নয়ে নেমে ৯৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮২ রান করেন ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা জামাল। নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারের সেরা ইনিংস এটিই। জামালের ইনিংসটি টেস্টে নয় নম্বর ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ। ৪৩ বলে ৭ রান করে এসময় তাকে দারুণ সঙ্গ দেন হামজা।

টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি অর্ধশতক ছিল জামালের। তবে ৩০ ম্যাচে ২০.০২ গড়ে ৭০১ রান তার এদিনের ব্যাটসম্যানশিপের পক্ষে সাক্ষ্য দেয় না। ১০ম উইকেট জুটিতে মির হামজার সঙ্গে ৮৬ রান তোলার পথে আমেরের একার অবদান ৭৯। অভিষেক টেস্ট সিরিজে যিনি নিজ দেশের প্রথম খেলোয়াড় ন্যূনতম অর্ধশতক রানের ইনিংস খেলার পাশাপাশি (ইনিংসে) ৫ উইকেটও পেয়েছেন-তাঁকে পাকিস্তান আর যাই হোক হেলায় ফেলে দেবে না!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD