1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

খুলনার বিপক্ষে ৫ উইকেটের জয় সিলেটের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত

শেষ দুই ওভারে সিলেটের দরকার ছিল ১৯ রান। আগের ওভারেই আউট হন ওপেনার হ্যারি টেক্টর। এমন পরিস্থিতিতে একটা বড় শট খুব প্রয়োজন ছিল সিলেটের। সেই কাজ করেছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল।

১৯তম ওভারে রুবেল হোসেনের প্রথম বলেই ছক্কা মারেন বার্ল। ওই ছয়সহ সেই ওভারেই তুলে নেন ২৪। যেখানে বার্লের সঙ্গী আরিফুল হোসেনের রান মাত্র ১। ১৫৪ রান তাড়া করতে নেমে বার্লের ১৬ বলে ৩২ রানের ইনিংসেই খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ৭ ম্যাচে ৪ জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চারে। ৯ ম্যাচে ৩ জয়ে সিলেটের স্থান ষষ্ঠ।

১৫৪ রান, খুব বেশি বড় লক্ষ্য নয়। উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক না হলেও কোনো ব্যাটসম্যান শুরু থেকে শেষ পর্যন্ত খেললে রানটা হয়েই যায়। আজ যেমনটা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের বেলায়। বার্লের আগে সিলেটের ইনিংস টেনে তুলেছেন টেক্টর। ইনিংসের প্রথম ৮ বলে কোনো রান না করা টেক্টর করেন ৫২ বলে ৬১ রান। বিপিএলের উইকেটে এ ধরনের ইনিংস আরও একবার কার্যকরী প্রমাণ হলো।

এর আগে ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত ১৩ রান করে আউট হন সামিত প্যাটেল। নাজমুল হোসেন পুরো বিপিএলটাই হয়ে আছেন ‘শান্ত’। আজও নিজের কাজটা করতে পারেননি। আউট হয়েছেন ১৬ বলে ১৮ রান করে। নাজমুলকে আউট করা সেই ওভারে মার্ক ডেয়াল আউট করেন জাকির হোসেনকে। এই স্পিনারের দুটো বলই ছিল শর্ট। তুলে মারতে গিয়ে একজন আউট হয়েছেন মিড উইকেটে আর অন্যজন মিড অনে। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও আউট করেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। তবে কাজের কাজ হয়নি।

অন্যদিকে এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া খুলনার ১৭ ওভার শেষে রান ছিল ৩ উইকেটে ১০২। অধিনায়ক এনামুল হক ব্যাট করছিলেন ৫১ বলে ৫০ আর হাবিবুর রহমান ১৯ বলে ১২ রান। তারা টি-টোয়েন্টি না ওয়ানডে খেলছেন সেটা নিয়েই হয়তো তখন প্রশ্ন করা যেত। তবে সেখান থেকে শেষ ৩ ওভারে খুলনা রান করে ৫১। ইনিংসের ১৮তম ওভারে বেনি হাওয়েলের বলে ১৭, তানজিম হাসানের করা ১৮তম ওভারে ১২ ও ২০তম ওভারে রেজাউর রহমানের ২২ রান নেন এই জুটি। ইনিংসের শেষ ওভারে রেজাউরের বলে টানা তিনটি বল রিভার্স স্কুপ করে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকান। যেখানে শেষ শটটি হয় ছক্কা।

১৯ বলে ১২ রান থেকে এরপর হাবিবুর ইনিংস শেষ করেন ৩০ বলে ৪৩, এনামুল করেন ৫৮ বলে ৬৭। এর আগে শুরু থেকে সিলেটের বোলারদের চাপে ছিলেন খুলনার ব্যাটসম্যানরা। শুরুতে এভিন লুইস আউট হয়ে ফেরেন ১২ রানে। এরপর আফিফ হোসেন আউট হন ১৬ বলে ২৪ রান করে। মাহমুদুল হাসান আউট হন ১ রান করে।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৫৩/৩ (এনামুল ৬৭*, লুইস ১২, আফিফ ২৪, মাহমুদুল ১, হাবিবুর ৪৩; সানজামুল ৪-০-১৬-১, তানজিম হাসান ৩-০-২৬-০, সামিত ৪-০-২২-১, টেক্টর ১-০-৮-০, রেজাউর ৩-০-৪৫-০, হাওয়েল ৪-০-২৭-১, বার্ল ১-০-৭-০)

সিলেট স্ট্রাইকার্স: ১৯ ওভারে ১৫৯/৫ (টেক্টর ৬১, সামিত ১৩, নাজমুল ১৮, জাকির ০, মিঠুন ২৪, বার্ল ৩২*, আরিফুল ১৮; নাহিদুল ৩-১-১১-১, সুমন ৪-০-৩৬-১, ডেয়াল ৪–০–১৯–৩, রাজিতা ৩-০-২৯-০, নাসুম ৩-০-২৬-০, রুবেল ২-০–৩৬-০)

ফল: সিলেট ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হ্যারি টেক্টর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD