কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়েই শুরু করল আর্জেন্টিনা। কানাডাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন আর্জেন্টিনার দুই গোলেই অবদান রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় গোলে তো সরাসরি অ্যাসিস্টই করেছেন এলএমটেন। তবে দ্বিতীয়ার্ধে গোলের দুইটি সহজ সুযোগও মিস করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আর্জেন্টিনার হয়ে দুইটি গোল দেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেস। প্রথম গোলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্টের পর দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে নিজেদের সেরা একাদশই নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল। মেসি-দি মারিয়ারা কানাডার অর্ধে তেমন আক্রমণ গড়তে পারেননি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আলবিসেলেস্তেরা। ৪৯তম মিনিটে ম্যাক অ্যালিস্টারকে দারুণ এক পাস দেন মেসি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় অ্যালিস্টার বল পাঠিয়ে দেন আলভারেজের কাছে। ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল করেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ শাণায়। ম্যাচের ৮০তম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। কানাডার গোলরক্ষক একা থাকলেও গোল আদায় করে নিতে পারেননি মেসি। তার ২ মিনিট পর সহজ একটি সুযোগ মিস করেন লাউতারো মার্তিনেসও।
৮৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসির বাড়ানো পাসে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মার্তিনেস। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।