1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০১:১২ অপরাহ্ন
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

কুমিল্লাকে হারিয়ে সিলেটের জয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৬ বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস ঝড়ো হাফসেঞ্চুরিকে টেনে নিলেন আরও অনেকখানি। কিন্তু জনসন চার্লস খোলস ভাঙতে পারলেন না, মঈন আলি ফিরলেন শূন্য হাতে। তারা বল নষ্টের পর শেষদিকে আন্দ্রে রাসেলের আগ্রাসন যথেষ্ট হলো না। সামিত প্যাটেল-শফিকুল ইসলাম-বেনি হাওয়েলের দারুণ কিছু নিয়ন্ত্রিত ওভারের সুবাদে জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১২ রানে হেরেছে কুমিল্লা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সিলেটের ৫ উইকেটে ১৭৭ রানের জবাবে তারা করতে পারে ৬ উইকেটে ১৬৫ রান।

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পর তীব্র উল্লাস করে সিলেট। যদিও এবারের আসর থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট পাওয়া কুমিল্লার অবস্থান দুইয়ে। প্লে অফের লড়াই থেকে আগেই ছিটকে পড়া সিলেটের এটি দশম ম্যাচে চতুর্থ জয়। কুমিল্লা হারল টানা পাঁচ জয়ের পর। ১০ ম্যাচে তাদের হার তিনটি। এই ম্যাচ জিতেলেই প্লে-অফের লড়াই নিশ্চিত হতো কুমিল্লার। তবে সেই রেসে পচাঁ শামুকে পা কেটে অস্বস্তি বাড়ল বর্তমান চ্যাম্পিয়নদের।

রান তাড়ায় শক্তিশালী ও তারকাখচিত কুমিল্লার হয়ে ভীষণ হতাশ করেন চার্লস ও মঈন। ধুঁকতে থাকা চার্লস ২১ বলে ১২ রান করেন। মারতে পারেননি কোনো বাউন্ডারি। মঈন ৫ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন। তারা পরিস্থিতির চাহিদা মেটাতে না পারায় লক্ষ্য থেকে দূরে থামতে হয় বিপিএলের রেকর্ড চারবারের চ্যাম্পিয়নদের। বিফলে যায় সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে লিটনের ক্যারিয়ারসেরা ইনিংস। ওপেনিংয়ে নেমে তিনি ৮৫ রান করে আউট হন শেষ ওভারের প্রথম বলে। ৫৮ বল মোকাবিলায় তিনি মারেন ৭ চার ও ৩ ছক্কা। ইনিংসের শেষ বলে রাসেলকেও ফেরান তানজিম হাসান সাকিব। ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান আসে তার ব্যাট থেকে। সিলেটের পক্ষে বল হাতে সবচেয়ে সফল তানজিম ৩ উইকেট নেন ৩৩ রানে।

কুমিল্লার কাজটা এর আগে কঠিন করে ফেলেন সামিত ও শফিকুল। ৪ ওভারের কোটা পূরণ করে সামিত ১৫ ও শফিকুল ১৮ রান দেন। দুজনেই ধরেন একটি করে শিকার। শুরুতে খরুচে থাকলেও পরে তাদেরকে যোগ্য সঙ্গ দেন হাওয়েল। ৩৬ রান খরচায় তারও প্রাপ্তি ১ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের হাওয়েল। সিলেটের ইনিংসের ছয়ে নেমে অপরাজিত ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারের ২১৬ টি-টোয়েন্টিতে এটাই তার সর্বোচ্চ ইনিংস। দুইশ স্ট্রাইক রেটে ৩১ বলে ৬ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। তার কাঁধে চেপেই চ্যালেঞ্জিং পুঁজি মেলে দলটির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD