গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ হাজার ৫৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি স্থলবাহিনী এবং বিমান ও আর্টিলারির হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
প্রত্যক্ষদর্শীরা বুধবার আলজাজিরাকে বলেন, ইসরায়েলি সৈন্যরা গাজা শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। পশ্চিম গাজায় পাবলিক স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দাদের ওপর হামলা হয়েছে। ফিলিস্তিনি নারী-পুরুষদের আটকাভিযান অব্যাহত রয়েছে।
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদ্রা ব্রিফিংয়ে জানান, ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজায় নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ শিশু, দুই হাজার ৮২৩ জন নারী এবং ৬৪৯ জন বৃদ্ধ। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৫। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২১৪ জন। এক হাজার ৩৫০ শিশুসহ অন্তত দুই হাজার ৫৫০ জন নিখোঁজ রয়েছে।
জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, চলমান যুদ্ধে ইসরায়েল গাজার আবাসন ইউনিটের ৪৫ শতাংশ ধ্বংস করেছে। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় ১৫ লাখই বাস্তুচ্যুত। জাতিসংঘ মনে করে বেসামরিক জনগণ ও অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলার ঘটনাগুলোকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।