ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালানো ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল বুধবার (১৫ নভেম্বর) তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র, গাজায় দেশটি যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক। তবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি নন এরদোয়ান। তুরস্কের দাবি, তারা ইসরাইলি আগ্রাসন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। ইসরাইলও জানিয়েছে, তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রয়েছে।
ভাষণে এরদোয়ান আবারও দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। ফিলিস্তিনিদের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল হামাস। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি এরদোয়ান আহ্বান জানিয়েছেন, ইসরাইলের কাছে পারমাণবিক বোমা রয়েছে কিনা তা ঘোষণা করার জন্য। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর দায়িত্বে একজন ‘সর্বনাশা’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে তুর্কি প্রেসিডেন্ট।-রয়টার্স
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৭ হাজার ৮০০ জনই নারী ও শিশু। আর এ হামলায় আহত হয়েছে ২৯ হাজার ২০০ জনেরও বেশি। ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় হাসপাতাল মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইল সরকারের মতে, হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল