আগামী সোমবার থেকে ট্রেন চলাচল করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর রেলভবনে রবিবার (১১ আগস্ট) প্রথম বৈঠক হচ্ছে ট্রেন চলাচলের বিষয়ে। ইতিমধ্যে রেলের উর্দ্ধতন কর্মকর্তাদের এ বৈঠকে থাকার আহ্বান জানান হয়েছে। এ বৈঠকেই সিদ্ধান্ত হবে কবে থেকে রেল চলবে।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, ট্রেন চালানোর বিষয়ে রবিবার দুপুরে রেল ভবনে জরুরি বৈঠক আছে। সেখানে নিরাপত্তাসহ সব বিষয়ে আলোচনা হবে। এরপরে সিদ্ধান্ত হবে ট্রেন চলাচলের। তবে সোমবার থেকে ট্রেন চলতে পারে বলে জানান তিনি।
সরজমিন দেখা গেছে, ঢাকার কমলাপুর থেকে রেল লাইনের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্ন ও লাইন মেরামতের কাজ চলছে। কর্মীরা লাইনের মধ্য থেকে ইট পাথর সরিয়ে এবং ফিসপ্লেট বা কোন ধরনের বড় ক্ষতি মেরামত করছে। এটি সারাদেশে করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। ধোয়া- মোছার কাজ চলছে স্টেশন ও রেলের বগি।
উল্লেখ্য, কোটা আন্দোলনের জের ধরে বিগত ১৮ জুলাই সারা দেশে ‘সর্বাত্বক অবরোধ’ এর ডাক দেয় কোটা বিরোধী ছাত্ররা। ওই দিন থেকে আর রেল চলাচল করেনি। এরপরে গত ১ আগস্ট থেকে স্বল্প দুরত্বের ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ৩ দিন চলার পরে ৪ আগস্ট থেকে আবারো বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
গত ৩ আগস্ট ট্রেন বন্ধের ঘোষণা করে রেল কতৃপক্ষ। চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৪ আগস্ট সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে বর্তমানে আন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পরে দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত ও স্বাভাবিক হতে চলেছে। স্বল্প পরিসরে বাস ও লঞ্চ চলাচলও শুরু করেছে। এ অবস্থায় ট্রেন চলাচল জরুরি হয়ে উঠেছে।
এদিকে, গত ১৮ জুলাই থেকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেইনার ট্রেন চলাচল ২৩ দিন ধরে বন্ধ রয়েছে। একারণে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ৮০০ ধারণক্ষমতার স্থলে প্রায় ২৩শ কন্টেইনার আটকে রয়েছে। দ্রুত কন্টেইনার ট্রেন চালু না হলে ধারণ সক্ষমতা ও পরিচালন ব্যবস্থাপনা ভেঙে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা ৮শ টিইইউএস কন্টেইনার। কিন্তু গত ৮ আগস্ট পর্যন্ত বন্দরের চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ২৩শ টিইইউএস কন্টেইনার জমা হয়েছে। তাছাড়া বহির্নোঙ্গরে আরও ঢাকার আইসিডিগামী কন্টেইনার জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় আছে। তবে সোমবার থেকে কন্টেইনার চলাচল স্বাভাবিক হবে বলে রেলওয়ে জানিয়েছে। এদিকে আন্তর্দেশীয় মৈত্রী, মিতালী ও বন্ধন ট্রেন কবে থেকে চলবে এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের এক উর্দ্ধতন কর্মকর্তা। তিনি জানান, এটি ভারত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে চলাচল করবে।