রিপাবলিকান প্রেসিডেন্ট মানোনীত প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন আগামী ১০ই সেপ্টেম্বর। প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল বিতর্কে বসতে যাচ্ছেন মার্কিন এ দুই রাজনীতিবিদ।
এবিসি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিপক্ষ কমালা হ্যারিসের সঙ্গে একাধিক বিতর্ক করার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এবিসি নিউজের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
কমালা হ্যারিসকে ট্রাম্প তিনটি বিতর্কের প্রস্তাব করেছিলেন। এক্ষেত্রে ফক্স নিউজে একটি এবং বাকি দু’টি এনবিসি নিউজে করার কথা বলেছিলেন ট্রাম্প। তবে কমালা এবিসি নিউজে বিতর্ক করতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার তিনি মিশিগানে একটি ইভেন্টের সময় এবিসি বিতর্কে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে খোলামেলা বিতর্ক করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন।
কমালা বলেছেন, ‘আমি আগামী ১০ই সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করতে মুখিয়ে আছি। আমি জানি তিনিও এ বিষয়ে একমত হয়েছেন। ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমালা। এ মাসেই চূড়ান্ত হবে ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কে মনোনয়ন পাচ্ছেন। তবে ইতিমধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন সহ ডেমোক্রেট দলের শীর্ষ নেতারা কমালাকে সমর্থন করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটদের পক্ষে জোরালো প্রচারণা করছেন কমালা হ্যারিস।
বাইডেনের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা কমালাকে সমর্থন করেছেন। কমালার নির্বাচনী সমাবেশগুলোতে সমর্থকদের উপস্থিতিও আগের চেয়ে বেড়েছে। এসেই তহবিল সংগ্রহে বেশ ভালো করছেন কমালা হ্যারিস। জুনে ট্রাম্পের কাছে বাইডেন প্রেসিডেন্সিয়াল বিতর্কে ধরাশায়ী হওয়ার পর এবার কমালাকে নিয়ে বেশ আশাবাদী ডেমোক্রেট সমর্থকরা।