1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আগামী সরকারের ও তার অর্থনীতির চ্যালেঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বাংলাদেশের অর্থনৈতিক প্রাপ্তিগুলো যেরকম উল্লেখযোগ্য, এর ভিতরকার হুমকিগুলোও একই মাত্রায় গুরুত্বপূর্ণ। গত ১৫ বছরে উন্নয়ন হয়েছে বিস্তর, যা ক্ষমতাসীন রাজনীতিকরা বুদ্ধিমত্তার সঙ্গে প্রচার করতে পারেননি। অন্যদিকে বিরোধী রাজনীতিকরা এই অর্জনগুলোকে অতি অবমূল্যায়ন করতে গিয়ে নিজেদের দাবির বিশ্বাসযোগ্যতা কমিয়েছেন। উন্নয়ন মানে বড় বড় ব্রিজ আর মেট্রো নয়। ওটা উন্নয়নের পথ। উন্নয়ন মানে এ থেকে উৎপাদনশীলতা বাড়া ও দীর্ঘমেয়াদে জাতিকে স্বাবলম্বী করা। পদ্মা সেতু বা মেট্রোরেল শুধুই যাতায়াতের স্বস্তিদায়ক অবকাঠামো নয়- এরা জাতির কর্মক্ষমতার মহৌষধ- নানামুখী বিনিয়োগের উপায়, নিয়োগের নতুন দরজা খুলে দেওয়ার উপায় এবং দৈত্যাকৃতি সমস্যা তথা বেকারত্বের প্রশমনকারী। বালিকার জন্য শিক্ষাবৃত্তি শুধু পরিবারে টাকার সংযোজন নয়, এটি একটি জাতিকে বদলানোর হাতিয়ার। এটি বাল্যবিয়ে প্রতিরোধ ও স্বাস্থ্যবান প্রজন্মের গ্যারান্টি।

গত দেড় দশকে অর্থনীতির খাতওয়ারি পরিবর্তন ঘটে গেছে। এখন কৃষি জিডিপির শতকরা ১৫ ভাগ, শিল্প ৩০ ভাগ ও বাকি ৫৫ ভাগ দখল করেছে সেবা খাত। দেশ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সেবা খাতের দখল বাড়বে- এটিই স্বাভাবিক। কিন্তু এই খাত থেকে গড়ে শতকরা ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি আসে না। কৃষি খাতে শতকরা ৩ ভাগ প্রবৃদ্ধি হলেই সে এক প্রশংসামূলক খবর। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেওয়ার যোগ্যতাসম্পন্ন খাতের নাম শিল্প। সেখানে ১০ ভাগের কাছাকাছি প্রবৃদ্ধি হওয়া বিচিত্র কিছু নয়। এতে জিডিপির জন্য বার্ষিক শতকরা ৬.৭৫ ভাগ প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশের ৫.৬ ভাগ প্রবৃদ্ধি অনুমান করেছে। দেশকে ২০৫০ সালের আগে উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য প্রবৃদ্ধি হতে হবে প্রায় দ্বিসংখ্যক- যা কোনোভাবেই বর্তমান সামাজিক সংস্কৃতিতে সম্ভব নয়। দ্রুত সম্পদ বৃদ্ধির রাজনৈতিক সংস্কৃতি দিন দিন আরও পোক্ত হয়ে যাচ্ছে- যা মেনে নিলে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বা নিষ্ঠা দিন দিন বিপন্ন হতে বাধ্য। দুর্নীতিকেই সামাজিক প্রথা বলে মনে হবে। তাতে সেবা ও শিল্প খাতের প্রবৃদ্ধি আরও কমে আসবে, বেকারত্ব বাড়বে, মাদক ও সামাজিক বিকৃতি চলমান উৎপাদন প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। উন্নত দেশ হওয়ার স্বপ্ন হবে সুদূরপরাহত।

ক্ষীয়মাণ জমাজমির পরিমাণও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কবলে পড়ে কৃষি খাত খুব একটা বেশি প্রবৃদ্ধি দিতে পারবে না। যান্ত্রিকীকরণের কারণে ছদ্মবেশী বেকারদের কৃষিতে লুকিয়ে থাকার উপায়ও কমে যাবে। ভরসা থাকবে সেবা ও শিল্প খাতের ওপর। দেশে শক্ত পুঁজিবাজার নেই। তাই ব্যাংকিং খাতের স্বল্পকালীন পুঁজি শিল্প খাত দীর্ঘমেয়াদে ব্যবহার করে যাচ্ছে। এতে ঋণের পরিশোধযোগ্যতা কমতে বাধ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বর্ধমান দৌরাত্ম্য, যা রাজনৈতিক প্রশ্রয়ও পেয়েছে। দুর্বল পুঁজিবাজার ও খেলাপি রোগাক্রান্ত ব্যাংকিং খাতের যৌথ প্রযোজনায় দেশে শিল্পায়নের ‘ফাইন্যান্সিং’ এক হুমকির মুখে রয়েছে। নতুন সরকারের জন্য এটিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- যা পাশ কাটানোর উপায় নেই। অর্থ খাতের সব প্রতিষ্ঠানের নেতৃত্বে জ্ঞান ও দক্ষতাসম্পন্ন পরীক্ষিত মানুষকে নিয়ন্ত্রকের আসনে বসানোর কঠিন কাজটিই হবে নতুন সরকারের প্রথম ‘হোমওয়ার্ক’। রাজনৈতিক আনুগত্যের চেয়ে নিয়ন্ত্রকদের রাষ্ট্রীয় আনুগত্য প্রবল কি না- সেটা যাচাই করাই অধিক মঙ্গলজনক, অন্তত দীর্ঘমেয়াদে। আমলারা মেধাবী। কিন্তু সর্বত্র অবসরপ্রাপ্ত আমলাকে প্রতিষ্ঠান প্রধান বানানো মানেই উদ্ভাবন ও সংস্কারের গতিকে ব্যাহত করা। এজন্য জ্ঞান ও উদ্ভাবনের সূচকে বাংলাদেশের অবস্থা করুণ।

চীন একটানা ৩৩ বছর গড়ে যে ‘ডাবল-ডিজিট’ প্রবৃদ্ধি এনেছিল তার মূল ইঞ্জিন ছিল শিল্প খাত। এটি উন্নত হলে সেবা খাতও তরতরিয়ে বাড়ে। উন্নত মোবাইল ফোন বা কম্পিউটার দেশে উৎপাদিত হলে সেবা খাতেও প্রকৌশল বিদ্যার চাহিদা বাড়ে। বাড়ে প্রশিক্ষণের চাহিদা। তখন শিক্ষিত যুবকরা শুধু সরকারি চাকরির প্রত্যাশায় জীবন প্রণিপাত করবে না। ডাক্তার বা প্রকৌশলী ছাত্ররা শেষতক পুলিশ হওয়ার জন্য আবেদন করবে না। আবার শিল্পকে শক্ত অবস্থানে নিতে হলে অর্থ খাতকে একটি আধুনিক, স্বচ্ছ ও সুশাসন সংবলিত জায়গায় নিতে হবে। এ খাতের বিচার-আচার প্রচলিত আদালতে রাখলে চলবে না। মানুষ সভ্য হলে জমি নিয়ে লাঠালাঠি ও মোকদ্দমা কমে আসে।

কিন্তু অর্থ খাতে মামলা-মোকদ্দমা বাড়ে। এটি উন্নত দেশের বেলায়ও সত্যি। তাই নতুন সরকারের প্রথম বছরের কাজ হবে আইনগত সংস্কার ও অর্থ খাতের জন্য আলাদা বিচার কাঠামো নির্মাণ। অনেক বেশি দক্ষ ও শিক্ষিত জনবল এখানে যুক্ত করে বিচারিক দ্রুতি নিশ্চিত করলে দেশের ‘ফাইন্যান্সিয়াল সেক্টর’ তরতরিয়ে ফুলে-ফলে সমৃদ্ধ হবে। অতি প্রবীণকে উপদেষ্টা বানিয়ে সর্বত্র নবীন বা মাঝবয়সী নেতৃত্ব নিশ্চিত না করলে অর্থনীতি গতিশীলতা পাবে না। নতুন ধ্যান-ধারণা সৃষ্টি হবে না। অবকাঠামোর প্রতিবন্ধকতা অনেকটাই কেটে গেছে। এখন প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্র ও বিচারিক গিট্টু বা ‘বটলনেক’ যেন প্রবৃদ্ধিকে পেছনে টেনে না ধরে- তা নিশ্চিত করার কাজটিই হওয়া উচিত নতুন সরকারের প্রথম পদক্ষেপ।

লেখক : যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD