জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশের সার্বিক খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক খাদ্য গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্যের বৈশ্বিক মূল্যবৃদ্ধি এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করে আইএফপিআরআই। এতে বলা হয়, করোনা মহামারীর বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব দারিদ্র্যের হারকে উসকে দিয়েছে। কোভিড ও যুদ্ধের (রাশিয়া-ইউক্রেন) প্রভাবে আন্তর্জাতিক খাদ্যবাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে। এতে করে ২০২২ সালে বাংলাদেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে পতিত হয়েছে ২৮ লাখ মানুষ। বৈশ্বিক নিম্নপ্রবৃদ্ধি আরও ৫০ হাজার মানুষকে এ বছর দারিদ্র্যসীমায় ঠেলে দিতে পারে। একই সময়ে নতুন করে অপুষ্টির শিকার হয়েছে ৩১ লাখ মানুষ, যা এ বছর ৩৩ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএফপিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল রেস্নিক বলেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে। এমন যে কোনো নিষেধাজ্ঞা দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে।