স্পোর্টস ডেস্ক: জেমি ম্যাকলারেনের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরা ক্যাঙ্গারুরা বাংলাদেশেকে কোনো সুযোগই দেয়নি।
এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘আই’ গ্রুপের ম্যাচে লড়ছে দুই দল। মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে হচ্ছে প্রথম লেগের ম্যাচটি। অস্ট্রেলিয়ার হয়ে এছাড়া জোড়া গোল করেন মিচেল ডিউক। বাকি দুই গোলদাতা হ্যারি সুটার ও ব্র্যান্ডন বোরেলো।
বাংলাদেশের জালে চার গোলের দু’টিই হয়েছে হেডে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার আগেই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বল জালে পাঠিয়েছেন। ৩৭ ও ৪০ মিনিটে জোড়া গোল করেছেন ডিউক। ৪ মিনিটে গোলের সূচনা করেছিলেন সউতার। মাঝে ২০ মিনিটে আরেক গোল করেন বরেলো।
বিরতির পরই অস্ট্রেলিয়া ব্যবধান আরও বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা জর্ডান বসের আড়াআড়ি ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল, ফাঁকা পোস্টে অনায়াসে বল জালে জড়িয়ে দেন ডিউকের বদলি নামা ম্যাকলারেন। এই স্ট্রাইকার পরে ৭০ ও ৮৪তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
বাংলাদেশ এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ হারল। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে দুই লেগে ৯ গোল হজম করে হেরেছিল তারা। ২০১৫ সালের বাছাইয়ে অস্ট্রেলিয়ার পার্থে ৫-০ এবং ঢাকায় ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
ঢাকায় আগামী ২১ নভেম্বরে লেবাননের বিপক্ষে বাছাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।